রেস জুডিকাটার প্রধান শর্ত
দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ১১ ধারায় রেস জুডিকাটার কথা বলা হয়েছে। রেস জুডিকাটার প্রধান
শর্তসমূহ উল্লেখ করা হলোঃ
০১.পরবর্তী মামলার বিচার্য বিষয় পূর্বোক্ত মামলার বিচার্য বিষয়ের সাথে প্রত্যক্ষ ও যথাযথভাবেই
জড়িত থাকলে রেস জুডিকাটা বা দোবারা ওজরের দোষে পরবর্তীতে দায়েরকৃত মামলাটি খারিজ
হবে।
০২.পরবর্তী মামলার পক্ষসমূহ বা দাবীদার আর পূর্বোক্ত মামলার পক্ষসমূহ বা দাবীদারগণ যখন
একই হয়ে থাকেন সেক্ষেত্রে রেস জুডিকাটা হবে।
০৩.উভয় মামলায় যদি একই স্বত্ত্ব বা দাবী থাকে।
০৪.যে আদালতে পূর্বোক্ত মামলাটি নিষ্পত্তি হয়েছিল সেটা পরবর্তী মামলাটি গ্রহণের
এখতিয়ারসম্পন্ন
০৫. পূর্বোক্ত মামলাটি বা প্রশ্নটির চূড়ান্ত নিষ্পত্তি ঘটে গেলেই কেবল রেস জুডিকাটা নীতিটি
প্রযোজ্য হবে।
০৬.পূর্ববর্তী মামলা বলতে সেই মামলা বুঝাবে যার বিচার বর্তমান মামলার পূর্বেই হয়ে গেছে।
রেস জুডিকাটা ও রেস সাব জুডিস এর মধ্যে পার্থক্য
শর্তসমূহ উল্লেখ করা হলোঃ
০১.পরবর্তী মামলার বিচার্য বিষয় পূর্বোক্ত মামলার বিচার্য বিষয়ের সাথে প্রত্যক্ষ ও যথাযথভাবেই
জড়িত থাকলে রেস জুডিকাটা বা দোবারা ওজরের দোষে পরবর্তীতে দায়েরকৃত মামলাটি খারিজ
হবে।
০২.পরবর্তী মামলার পক্ষসমূহ বা দাবীদার আর পূর্বোক্ত মামলার পক্ষসমূহ বা দাবীদারগণ যখন
একই হয়ে থাকেন সেক্ষেত্রে রেস জুডিকাটা হবে।
০৩.উভয় মামলায় যদি একই স্বত্ত্ব বা দাবী থাকে।
০৪.যে আদালতে পূর্বোক্ত মামলাটি নিষ্পত্তি হয়েছিল সেটা পরবর্তী মামলাটি গ্রহণের
এখতিয়ারসম্পন্ন
০৫. পূর্বোক্ত মামলাটি বা প্রশ্নটির চূড়ান্ত নিষ্পত্তি ঘটে গেলেই কেবল রেস জুডিকাটা নীতিটি
প্রযোজ্য হবে।
০৬.পূর্ববর্তী মামলা বলতে সেই মামলা বুঝাবে যার বিচার বর্তমান মামলার পূর্বেই হয়ে গেছে।
রেস জুডিকাটা ও রেস সাব জুডিস এর মধ্যে পার্থক্য
- দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ১০ ধারায় রেস সাব জুডিস নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। অপরদিকে উক্ত আইনের ১১ ধারায় রেস জুডিকাটার কথা বলা হয়েছে।
- রেস জুডিকাটা নীতি নিষ্পত্তিকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য। পক্ষান্তরে, রেস সাব জুডিস নীতি চলমান মামলার ক্ষেত্রে প্রযোজ্য।
- রেস জুডিকাটা নীতি অনুযায়ী পূর্বে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মামলার যে ইস্যু ছিল সেই একই ইস্যু নিয়ে পুনরায় একই পক্ষের মধ্যে আর কোন মামলা দায়ের করা যাবে না। অন্যদিকে রেস সাব জুডিস নীতি অনুযায়ী পূর্বে দায়েরকৃত মামলা চলমান থাকলে একই পক্ষ ও একই ইস্যু নিয়ে নতুন মামলা করা যাবে না।
- রেস সাব জুডিস নীতির উদ্দেশ্য হচ্ছে এখতিয়ারভুক্ত দুইটি আদালতকে একই বিষয়বস্তুর জন্য উপস্থাপিত দুইটি সমান্তরাল মামলার যুগপৎ বিচার করা হইতে বিরত রাখা। রেস জুডিকাটা নীতির উদ্দেশ্য হচ্ছে মামলার চূড়ান্ত ফলাফলকে অক্ষুণ রাখা।
- সাক্ষ্য আইনের স্টপেল বা প্রতিবন্ধকতা নীতি হইতে রেস জুডিকাটা নীতির উদ্ভব। অন্যদিকে, অযাচিত মামলার পুনরাবৃত্তি রোধ করে আদালতের সময় অপচয় রক্ষা করতেই মূলত এই নীতিটি গ্রহণ করা হয়েছে।
- রেস জুডিকাটা নীতি অনুযায়ী পূর্বে দায়েরকৃত মামলার চূড়ান্ত সিদ্ধান্তই বহাল থাকবে। রেস সাব জুডিস নীতি অনুযায়ী চলমান মামলাটি বহাল থাকবে।
- রেস জুডিকাটা ক্সদ্বত বিচারে প্রতিবন্ধকতা আরোপ করে । অপরদিকে, রেস সাব জুডিস মামলার দ্বৈততাকে প্রতিহত করে।