Ads Area

Snow
Maruf Hossen Jewel

রেস জুডিকেটা নিয়ে ৭টি আইনের ধারাগুলো

দেওয়ানী-11, ফৌজদারী- 403, সুনির্দিষ্ট প্রতিকার-29, জেনারেল ক্লজেস-26, মোবাইল কোর্ট-10, সাক্ষ্য আইন-40, সংবিধান- 35(2).

#ফৌজদারী_কার্যবিধি ৪০৩ঃ একবার দন্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পূনরায় বিচার করা যাবে না। (Double Jeopardise)

#দেওয়ানী_কার্যবিধি ১১ঃ আদালত এমন কোন মামলার /বিচার্য বিষয়ের বিচার করবেনা, যার বিচার্য বিষয়বস্ত প্রত্যক্ষ ও মূলত একই পক্ষসমূহের মধ্যে পূর্ববর্তী কোন আদালতে শ্রুত ও চুড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়েছে। (Res Judicata)

#সংবিধান ৩২(২)ঃ এক অপরাধের জন্য কোন ব্যক্তিকে একাধিকবার ফৌজদারীতে সোপর্দ /দন্ডিত করা যাবে না।

#জেনারেল_ক্লজেস ২৬ঃ একই অপরের জন্য দুইবার শাস্তি প্রদান করা যাবে না।
#সাক্ষ্য_আইন ৪০ঃ ২য় মামলার বিচার করিবার জন্য প্রথম ও একই বিচার্য বিষয়ে একই ব্যক্তিদের ক্ষেত্রে প্রথম মামলার রায় প্রসঙ্গিক।

#সুনির্দিষ্ট_প্রতিকার ২৯ঃ একটি চুক্তি বা তার অংশএর সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে বাদী কর্তৃক ক্ষতিপূরণের মামলা দায়েরের করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা/যাবে না।

#মোবাইল কোর্ট ১০ঃ একই আপরাধে পূণরায় বিচার/দন্ড আরোপ করা যাবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel