Ads Area

Snow
Maruf Hossen Jewel

The Limitation Act, 1908


Objects, Interpretation and Application of the Limitation Act, 1908
তামাদি আইনের উদ্দেশ্য, ব্যাখ্যা ও প্রয়োগ 

১. তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কখন ?
উত্তরঃ ১৮৫৯ সালে।
২. তামাদি আইন কোন সালে প্রণীত ?
উত্তরঃ ১৯০৮ সালে।
৩. তামাদি আইন ১৯০৮ সালের কত নম্বর আইন ?
উত্তরঃ ১৯০৮ সালের ৯ নম্বর আইন। 
৪. তামাদি শব্দের আভিধানিক অর্থ কি ?
উত্তরঃ বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া।
৫. তামাদি আইনকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ২ ভাগে।
৬. কোন মামলা তামাদি আইন দ্বারা বাধাপ্রাপ্ত হয় না ?
উত্তরঃ ফৌজদারী মামলা। 
৭. তামাদি আইনের মূলনীতি কি ?
উত্তরঃ আইন সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের অধিকার সম্পর্কে সচেতন।
৮. তামাদি আইনে ধারা আছে কতটি ?
উত্তরঃ ৩২ টি।
৯. তামাদি আইনের ১ নং তফসিলে কতটি অনুচ্ছেদ আছে ?
উত্তরঃ ১৮৩ টি।
১০. কোনো বিশেষ কারণে মামলাটি সময় মতো আদালতে দায়ের করতে না পাড়ার বিষয়টি প্রমানের দায়িত্ব কার ?
উত্তরঃ বাদীর।
১১. কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় ?
উত্তরঃ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩।
১২. কোন ক্ষেত্রে পাল্টা আপত্তির পধিকার জন্মে ?
উত্তরঃ আপীল দায়েরের ক্ষেত্রে।
১৩. তামাদি আইনে তফসিল কতটি ?
উত্তরঃ ৩ টি।
১৪. এজাহার দাখিলের তামাদি সময়সীমা কত ?
উত্তরঃ তামাদি সময়সীমা নাই
১৫. বিলম্ব মওকুফ কত ধারায় ?
উত্তরঃ ৫ ও ১৪ ধারায়।
১৬. The Limitation Act, 1908 এর ৫ ধারা প্রযোজ্য হবে না -
উত্তরঃ স্যুটের ক্ষেত্রে।
১৭. বৈধ অপারগতা কোন ধারায় ?
উত্তরঃ ৬ ধারায়।
১৮. তামাদি মেয়াদ গণনা শুরু হলে আর স্থগিত হয় না। ইহা কোন ধারায় ?
উত্তরঃ ৯ ধারায়।
১৯. তামাদি মেয়াদ গণনা কোন ধারায় ?
উত্তরঃ ১২ হতে ২৫ ধারায়। 
২০. কোন কারণে ব্যয়িত সময় আপীল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে ?
উত্তরঃ রায়ের নকল সংগ্রহ।
২১. কোন ক্ষেত্রে তামাদি মেটেড গণনা প্রযোজ্য নয় ?
উত্তরঃ ফৌজদারি মূল মামলায় ও চুক্তি আইনের ২৫ ধারায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Snow
Maeuf Hossen Jewel

Below Post Ad

Snow
Maruf Hossen Jewel

Ads Area

Snow
Maruf Hossen Jewel