তামাদি আইনের উদ্দেশ্য, ব্যাখ্যা ও প্রয়োগ
১. তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কখন ?
উত্তরঃ ১৮৫৯ সালে।
২. তামাদি আইন কোন সালে প্রণীত ?
উত্তরঃ ১৯০৮ সালে।
৩. তামাদি আইন ১৯০৮ সালের কত নম্বর আইন ?
উত্তরঃ ১৯০৮ সালের ৯ নম্বর আইন।
৪. তামাদি শব্দের আভিধানিক অর্থ কি ?
উত্তরঃ বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া।
৫. তামাদি আইনকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ২ ভাগে।
৬. কোন মামলা তামাদি আইন দ্বারা বাধাপ্রাপ্ত হয় না ?
উত্তরঃ ফৌজদারী মামলা।
৭. তামাদি আইনের মূলনীতি কি ?
উত্তরঃ আইন সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের অধিকার সম্পর্কে সচেতন।
৮. তামাদি আইনে ধারা আছে কতটি ?
উত্তরঃ ৩২ টি।
৯. তামাদি আইনের ১ নং তফসিলে কতটি অনুচ্ছেদ আছে ?
উত্তরঃ ১৮৩ টি।
১০. কোনো বিশেষ কারণে মামলাটি সময় মতো আদালতে দায়ের করতে না পাড়ার বিষয়টি প্রমানের দায়িত্ব কার ?
উত্তরঃ বাদীর।
১১. কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় ?
উত্তরঃ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩।
১২. কোন ক্ষেত্রে পাল্টা আপত্তির পধিকার জন্মে ?
উত্তরঃ আপীল দায়েরের ক্ষেত্রে।
১৩. তামাদি আইনে তফসিল কতটি ?
উত্তরঃ ৩ টি।
১৪. এজাহার দাখিলের তামাদি সময়সীমা কত ?
উত্তরঃ তামাদি সময়সীমা নাই।
১৫. বিলম্ব মওকুফ কত ধারায় ?
উত্তরঃ ৫ ও ১৪ ধারায়।
১৬. The Limitation Act, 1908 এর ৫ ধারা প্রযোজ্য হবে না -
উত্তরঃ স্যুটের ক্ষেত্রে।
১৭. বৈধ অপারগতা কোন ধারায় ?
উত্তরঃ ৬ ধারায়।
১৮. তামাদি মেয়াদ গণনা শুরু হলে আর স্থগিত হয় না। ইহা কোন ধারায় ?
উত্তরঃ ৯ ধারায়।
১৯. তামাদি মেয়াদ গণনা কোন ধারায় ?
উত্তরঃ ১২ হতে ২৫ ধারায়।
২০. কোন কারণে ব্যয়িত সময় আপীল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে ?
উত্তরঃ রায়ের নকল সংগ্রহ।
২১. কোন ক্ষেত্রে তামাদি মেটেড গণনা প্রযোজ্য নয় ?